সুশিক্ষায় ভবিষ্যৎ গঠনে মা-শ্রেষ্ঠ শিক্ষক

  21-11-2017 07:19PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শার্শা থেকে নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সুশিক্ষা ও সন্তানের ভবিষ্যত গঠনে মা-শ্রেষ্ঠ শিক্ষক। সন্তানদের সু-সন্তান হিসাবে গড়ে তুলতে সু-শিক্ষায় শিক্ষিত করতে মায়েদের ভূমিকা শীর্ষে। সন্তানই মায়েদের কাছে শ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদ রক্ষায় মায়েদের আরো এগিয়ে আসতে হবে। দেশ ও জাতি গঠনে সন্তানদের আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে মায়েদেরকে সজাগ ও দৃষ্টান্ত স্থাপনের আহব্বান জানান তিনি।

মঙ্গলবার দুপুরে যশোরের শার্শা গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ভবনের উদ্ভোধনী ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় শিক্ষার্থী ও অবিভাবকদের পক্ষে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি অধ্যাক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী ও মা সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মজ্ঞু, সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজামান জেলা পরিষদ সদস্য অধ্যাক্ষ ইব্রাহিম খলিল, চেয়ারম্যান সোহারাব হোসেন, শিক্ষক কামারুল আলম প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন