কাপাসিয়ায় ভলিবল টুর্ণামেন্টের উদ্বোধন

  21-11-2017 07:30PM

পিএনএস, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় মরিয়ম ফাউন্ডেশনের আয়োজনে সৈয়দা জোহরা তাজ-মরিয়ম হেলাল ভলিবল টুর্ণামেন্ট ২০১৭-১৮খ্রিঃ সোমবার বিকালে আড়াল দক্ষিণগাঁও মরিয়ম ভিলেজ, আনোয়ারা সাঈদ খেলার মাঠে উদ্বোধন করা হয়েছে। খেলার উদ্বোধন করেন মুজিব নগর সরকারের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের কনিষ্ট কন্যা, রাজনৈতিক বিশ্লেষক মেহজাবিন আহমদ মিমি।

ভলিবল টুর্ণামেন্ট কমিটির সভাপতি সুনিল মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুল হক চৌধুরী আইয়ুবের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের কন্যা সাংস্কৃতিক ব্যক্তিত্ব শমী কায়সার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খেলার পৃষ্টপোষক, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক শহীদ তাজউদ্দীন আহমদের ভাগিনা আলম আহমেদ, আলম আহমদের সহধর্মীনী নীলা আহমেদ, গাজীপুর জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরকার, মরিয়ম গ্রুপের জি এম হরিদাস বর্মণ, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. আইন উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলু প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যরিস্টার নাদিয়া চৌধুরী, ব্যরিস্টার আসিফ আহমেদ চৌধুরী মুরাদ।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন কাপাসিয়া বনাম তরগাঁও ইউনিয়নের মৈশন সূর্যউদয় সংঘ। উদ্বোধনী খেলায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সালাম স্মৃতি সংসদ আট পয়েন্ট পেয়ে এগিয়ে আছে। ২০১৮ সালের ২ জানুয়ারী মঙ্গলবার বিকালে ভলিবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন