ডিমলায় প্রাথমিক স্তরে সমাপনী পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠিত

  22-11-2017 01:38PM


পিএনএস, ডিমলা (নীলফামারী): নীলফামারী ডিমলা উপজেলা ঝুনাগাছ চাপানী ইউনিয়নের সোনাখুলি হাজী জহরতুল্লাহ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক ও এবতেদায়ী পরীক্ষা পূর্ব নিয়ম অনুযায়ী ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান ও আরবি সকাল ১১টায় সুন্দর ও সুষ্ঠু ভাবে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়ে ১:৩০ মিনিটে শেষ হয়। জানা গেছে উক্ত কেন্দ্রে ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। এতে মোট শিক্ষার্থীর সংখ্যা ৫০১ জন। তন্মধ্যে প্রাথমিক স্তরে ৪৬৮ ও এবতেদায়ী ৩৩ জন, অনুপস্থিত সংখ্যা প্রাথমিক ২২ এবতেদায়ী ৫।

উক্ত কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন সোনাখুলি হাজী জহরতুল্লাহ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ময়ীদ সজল, ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফিরোজুল আলম, হল সচিব ডিমলা নিজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান কমল, সহকারী হল সুপার হিসেবে রয়েছেন ঘাটের পার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী মোঃ বাবুল হোসেন এছাড়ও উপজেলা প্রশাসনের তৎপরতা রয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন