ডিমলায় বিজ্ঞান ক্লাবের কমিটি গঠন

  22-11-2017 03:52PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : “শিক্ষাই জ্ঞানের প্রদীপ” জীবন যাত্রার মান উন্নয়ন এবং সুন্দর করার জন্য চাই বিজ্ঞান শিক্ষা। বিজ্ঞান মানুষকে দিয়েছে জ্ঞান যার মাধ্যমে মানুষ জীবনকে আরো সহজ ও সুন্দর ভাবে উপভোগ করতে পারছে। “আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ” এই শ্লোগানকে সামনে রেখে এই প্রথম বারের মতো নীলফামারীর ডিমলা উপজেলায় বিজ্ঞান ক্লাবের কমিটি গঠিত হয়েছে।

২১ নভেম্বর দুপুরে জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজ’ র হল রুমে স্থানীয় শিক্ষকদের উপস্থিতিতে এবং সকলের সম্মতিতে বিজ্ঞানকে প্রশারিত করার লক্ষে আগামী ১ বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এ সময় সকল শিক্ষকদের উপস্থিতিতে ডিমলা রানী বৃন্দা রানী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হানিফ সরকার সভাপতি ও ডিমলা ইসলামিয়া ডিগ্রী মহা-বিদ্যালয়ের প্রভাষক মো: রেজাউল কবীর সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ডিমলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের উপস্থিতিতে খগাখড়িবাড়ী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৈলাস চন্দ্র রায় সহ-সভাপতি, ডিমলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: গোলজার রহমান সহ-সাধারন সম্পাদক, ডিমলা ইসলামিয়া ডিগ্রী মহা-বিদ্যালয়ের প্রভাষক মো: সেলিম জাহাঙ্গীর সাংগঠনিক সম্পাদক, ডিমলা জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক মো: জুয়েল রানা সহ-সাংগঠনিক সম্পাদ, ডিমলা ইসলামিয়া ডিগ্রী মহা-বিদ্যালয়ের প্রভাষক মো: হুমায়ন কবির দপ্তর সম্পাদক, জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক মো: সারোয়ার জাহান সোহাগ প্রচার সম্পাদক, ডিমলা ইসলামিয়া ডিগ্রী মহা-বিদ্যালয়ের প্রভাষক মো: সোহেল রানা কোষাধ্যক্ষ সম্পাদক, ডিমলা মহিলা মহা-বিদ্যালয়ের প্রভাষক মো: আশরাফুল আলম বিজ্ঞান প্রযুক্তি ও ক্রীড়া সম্পাদক এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছাত্র মো: আহসান হাবিব (আশিক) কে নির্বাচিত করে আগামী ১ বছরের জন্য একটি শক্তিশালী উপজেলা বিজ্ঞান ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন