রামপালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টার অভিযোগ

  22-11-2017 06:49PM

পিএনএস, স্টাফ রিপোর্টার (বাগেরহাট) : রামপালে আদালতের স্থিতিঅবস্থা অমান্য করে ভোগ দখলীয় জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তালবুনিয়া গ্রামে। এ ঘটনায় অভিযোগকারী একই গ্রামের শেখ আঃ হাই এর পুত্র শেখ মোজাফ্ফর হোসেন রামপাল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

জানা গেছে, উপজেলার তাুবনিয়া মৌজার ১৮৪৭ নং দাগের ১৫ শতক জমি নিয়ে একই গ্রামের আক্কাস মোল্যার পুত্র লিটন মোল্যা, সাহেব আলী আকুঞ্জীর পুত্র মাবিয়া আকুঞ্জী, মৃত খোরশেদ আলীর পুত্র নুরুল আমীন, মৃত সুলতান শেখের পুত্র রাসেল শেখ, মৃত ইনছান আকুঞ্জীর পুত্র জাকারিয়া আকুঞ্জী ও মৃত আলম মোল্যার পুত্র শুকুর মোল্যাসহ বেশ কয়েকজন চড়াও হয়ে রাস্তার পাশে থাকা দোকান ঘর বন্ধ করে দেয়। এরপর বিভিন্ন সময় ওই জমি থেকে মাটি কেঁটে নেয়।

অভিযোগকারী মোজাফ্ফর হোসেন এ ঘটনায় বিবাদীদের বিরুদ্ধে বাগেরহাটের সিনিয়র জজ আদালতের দেওয়ানী ৭০/১৫ নং একটি পিটিশন মামলা করেন। বিজ্ঞ আদালত শুনানী শেষে উল্ল্যেখিত ওই জমির উপর স্থিতিঅবস্থা আদেশ দেন। এতে বিবাদীরা ক্ষীপ্ত হয়ে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করার জন্য প্রদান করে আসছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন