সেরা সংগঠক হিসেবে লক্ষ্মীপুরের রবিউল ইসলাম খাঁন কে সম্মাননা

  22-11-2017 07:07PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) অর্ধ যুগপূর্তি উপলক্ষে গত মঙ্গলবার চট্টগ্রামের মীরসরাই মহামায়া লেক ও বিজয়সিংহ দিঘীতে মিলন মেলা ও আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়। এসময় ওয়াইজেএফবির সেরা ৮ সংগঠক নির্বাচিত করে সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধিতরা হলেন, কেন্দ্রীয় কমিটির - এ কে আজাদ, নারগিস কবির লিন্ডা, হুমায়ুন কবির তমাল, জেলা পর্যায়ে সংগঠনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ও ডেইলি অবজারভার/ আজকালের খবরের প্রতিনিধি মো: রবিউল ইসলাম খাঁন, ফেনীর শাহজালাল ভুঞা, মুন্সীগঞ্জের জেলার শেখ মুহাম্মদ শিমুল, জাবি'র সৈয়দ এলতেফাত হোসেন ও বাকৃবি'র অমিত মালাকার। দায়িত্ব পালনে সততা ও আন্তরিকতা থাকায় এদের নির্বাচিত করা হয়।

এ ছাড়া সেরা ৩ প্রেরণা বন্ধু সংগঠনের উপদেষ্টা আইয়ুব ভুঁইয়া, কাজি ওয়লিউদ্দিন (কাজি ফয়সল) ও ইসমত তাকির বাবু কে সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেনী জেলা পরিষদের চেয়ারমান আজিজ আহম্মদ চৌধুরী, দাগনভূঁইয়ার পৌর সভার মেয়র ওমর ফারুক খান, বাংলাদেশ সংবাদ সংস্থা( বাসস)- এর উপ প্রধান বার্তা সম্পাদক রুহুল গণি সরকার, বার্তা সম্পাদক আইয়ুব ভুঁইয়া, ফেনী পৌরসভার প্যানেল মেয়র স্বপন মিয়াজি, প্রথম আলোর ফেনীর প্রতিনিধি আবু তাহের, দৈনিক ফেনীর সময় সম্পাদক শাহদাত হোসেন, স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন, দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ, সরাসরি সম্পাদক আবু তাহের ভূঁঞা, কালেরকন্ঠের প্রতিনিধি আসাদুজ্জামান দারা, সমশেরনগর ও স্বদেশপত্র সম্পাদক এন এন জীবন, ইন্ডিপেডেন্ট টেলিভিশনের নাজমুল হক শামীম, ফেনী জেলা কমিটির সভাপতি শাহজালাল ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ ফরহাদ।

এর আগে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদেরের নেতৃত্বে উক্ত আনন্দ ভ্রমণে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, বাগেরহাট, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, সাভার, চাঁদপুর, শরীয়তপুর, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, বান্দারবার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি সহ বিভিন্ন জেলার প্রায় ২০০ সাংবাদিক অংশগ্রহণ করেন। ওয়াইজেএফবির অর্ধযুগ পুর্তির আনন্দ ভ্রমণের মূল আকর্ষণ ছিলো সেরাদের পুরষ্কার প্রদান।

এতে ওয়াইজেএফবির সেরা গণমাধ্যম স্বজন নির্বাচিত হয়েছেন- এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান, ম্যাক্স পাওয়ারের নির্বাহী পরিচালক নিজাম চৌধুরী।

এসময় লক্ষ্মীপুর জেলা শাখার সদস্যদের উপস্থিত ছিলেন, মামুনুর রশিদ (মোহনা টিভি), সোহেল রানা (নব চেতনা), কামালুর রহিম সমর (মুক্ত বাঙালি) আলতাফ হোসেন সুমন (আমার সময়) ও সোহেল আলম (আজকালের খবর)

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন