সৌদিতে দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

  23-11-2017 07:39PM

পিএনএস ডেস্ক : সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা হলেন কবির হোসেন (২৭) এবং জিল্লুর রহমান (৫৫)।

সৌদির রিয়াদ ও আল কাছিমে দুইটি আলাদা দুর্ঘটনায় এই দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিল্লুর রহমান (৫৫) এবং লিফটের কাজ করার সময় কবির হোসেনের (২৭) মৃত্যু হয়।

রিয়াদের ওলাইয়া ফয়ছালিয়া এলাকায় এশার নামাজ পড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান জিল্লুর। তার গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। জিল্লুরের মরদেহ বর্তমানে রিয়াদের সেমছি হাসপাতালে রাখা হয়েছে।

এ দিকে বুরাইদার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবির হোসেন। এর আগে আহত অবস্থায় গত ১ নভেম্বর বুরাইদা ন্যাশনাল হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।

জানা গেছে, কবির হোসেন গত তিন মাস ধরে কাজ করছেন বুরাইদা শহরে। দুর্ঘটনার দিন কাজ করার একপর্যায়ে লিফট ছিড়ে নিচে পড়ে গুরুতর আহত হন কবির।

পরে তাকে উদ্ধার করে বুরাইদা ন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়। কোম্পানির পক্ষ থেকে কবিরের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে। নিহত কবিরের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তিনি পাঁচ বছর যাবত সৌদি প্রবাসী।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন