ডামুড্যায় অষ্টম শ্রেণি ছাত্রীর বিয়ে বন্ধ করলেন ইউএনও

  24-11-2017 07:22PM

পিএনএস, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র রোজি আকতারের হস্তক্ষেপে সোনিয়া আক্তার(১৫) নামে এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে। সোনিয়া আকতার মীর হামিদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

শুক্রবার দুপুরে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চরভয়রা গ্রামের এ ঘটনাটি ঘটে। মীর হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু কালাম হোসেন বলেন, সোনিয়া আক্তার আমাদের স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ছে। আজ (শুক্রবার) শুনলাম পরিবার সোনিয়া গোপনে বিয়ে দিচ্ছে। আমরা সব সময় বাল্যবিয়ের বিপক্ষে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মেয়েটির বাবা সিরাজ হাওলাদার কে ডেকে আলোচনা করেন। পরে অঙ্গিকার নামায় স্বাক্ষর করেন প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেন না। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইদ্রিস মাঝীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন।

ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার রোজি আকতার বলেন, উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের ৯ নং ওর্য়াড এর চরভয়রা গ্রামের সিরাজ হাওলাদারের মেয়ে সোনিয়া আক্তার (১৫) বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় বর ও কনেসহ দুই পক্ষের অভিভাবককে ডেকে এনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ে পক্ষ বিয়ে দেবে না এবং বর পক্ষ বিয়ে করবে না বলে মুচলেকা প্রদান করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন