পাইকগাছায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মতুয়া মহাসন্মেলন শুরু

  24-11-2017 07:53PM

পিএনএস, পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় খালিয়ারচকে ৪ দিনব্যাপী পাইকগাছায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মতুয়া মহাসন্মেলন গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।

বৃহৎ এ মতুয়া মহাসন্মেলনে দেশী-বিদেশী অতিথিসহ বিভিন্ন জেল-উপজেলা থেকে হাজার- হাজার ভক্তবৃন্দ এ উৎসবে যোগ দিয়েছেন। স্থানীয় শ্রী শ্রী হরিগুরু গোপাল চাঁদ সেবাশ্রমে ২৩-২৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসচিব শ্রী প্রভাষ চন্দ্র বিশ্বাস'র সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে ৪র্থ বার্ষিক এ সন্মেলনের উদ্বোধন করেন মতুয়া মহাসংঘের সিনিয়র সহ-সভাপতি ও গোপালগঞ্জের কাশিয়ানির সাবেক উপজেলা চেয়ারম্যান মতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর। এর আগে অনুষ্ঠানে যোগদেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ'লীগের সদস্য সচিব মোঃ রশীদুজ্জামান ও কমিটি সদস্য ও জেলা পরিষদ সদস্য আঃ মান্নান গাজী ।

উদ্বোধনী সভায় বরেণ্য অতিথি হিসেবে যোগদেন দক্ষিন কোরিয়ার সিউলের মহাইয়ান-ছা মন্দিরের সাধারন সম্পাদক শ্রীল রক্ষিত ভাস্তে, নেপালের পশুপতিনাথ মন্দিরের ট্রাষ্টি শ্রী অর্জুন প্রসাদ বাশতলা, ভারতের বিশিষ্ঠ সাহিত্যিক ও মতুয়াচার্য সুকৃতি রঞ্জন বিশ্বাস, প্রধান বক্তা ছিলেন বাগের হাটের লক্ষ্মীখালী ধামের মতুয়াচার্য শ্রী সাগর সাধু, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, শ্রীমৎ পরীক্ষিত গোসাই, জেলা মতুয়া মহাসংঘের যুগ্ম মহাসচিব রতন মিত্র, জেলা সভাপতি প্রশান্ত হালদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন কুমার সাধু, জেলা তাতী লীগ সভাপতি সুমন আহম্মদ খান, সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামূল হক, লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদমন্ডল।

অনুষ্ঠানের মূল আয়োজক শিবপদ মন্ডলসহ এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগ সভাপতি সায়েদ আলী মোড়ল কালাই, সন্ত্রাস ও জঙ্গী বাদ বিরোধী কমিটির সভাপতি সাহাবুদ্দীন সানা, বিমল সরদার, রবিউল ইসলাম রবি, দেবব্রত রায় দেবু, আয়োজক কমিটির ইউপি সদস্য প্রদীপ মহলদার, দেবব্রত সরকার, কালীপদ মন্ডল, নৃপেন মন্ডল, প্রশান্ত, তুষার, কিরন, রবীন, বিশ্বনাথ, শৈলেন, মনিমোহন, নিখিল, মন্টু মন্ডল প্রমুখ। উৎসবের ২য় দিন শুক্রবার রাতে ভারত থেকে আগত অসীম সরকারের কবি গান ও শেষ দু দিনে ধর্মীয় যাত্রাপালা অনুষ্ঠিত হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন