লক্ষ্মীপুরে সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ক সভা

  06-12-2017 07:00PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ সমূহের ব্র্যান্ডিং বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়নের লক্ষ্য সমূহ (এসডিজি), ভিশন ২০২১, এর লক্ষ্য অর্জন সমূহ সম্পর্কে জনগণ কে অবহিতকরন সন্ত্রাস জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রর্দশনী জেলা তথ্য অফিসের উদ্যোগে বুধবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক মাহবুব এলাহী সানী। বিশেষ অতিথি ছিলেন, জেলা তথ্য অফিসার মো: আবদুল্লাহ আল মামুন।

উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি হেলাল উদ্দিন পাটোয়ারী, নাছির পাটোয়ারী, আব্বাস উদ্দিন, সাবেক ছাত্রনেতা সৌরভ হোসেন রুবেল পাটোয়ারী, আবু তালেব, ইউপি সদস্য মাসুদ আলম, তাজ নেহার বেগম, হাফিজ আহমদ প্রমুখ। সভায় সরকারের বিভিন্ন ভাবনা, অর্জিত সফলতা নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া সন্ত্রাস,জঙ্গীবাদ, বাল্য বিবাহ, মাদক, নারী নির্যাতন প্রতিরোধে সকলের সহায়তা কামনা করা হয়। পরে উন্নয়ন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন