পাইকগাছায় নছিমন উল্টে দুই কলেজ ছাত্রী আহত

  06-12-2017 08:59PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় দ্রুত গামী নছিমন উল্টে ফসিয়ার রহমান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর দুই কলেজ ছাত্রী গুরুত্বর আহত হয়েছে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে দুপুরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।

জানাযায় উপজেলার সোলাদানার পরিমল সানার মেয়ে অনান্যা ও পঞ্চানন সানার মেয়ে সম্পা সানা দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষার জন্য বুধবার সকালে বাড়ী থেকে নছিমন যোগে কলেজের উদ্যেশে রওনা দেয় এবং এক পর্যায়ে দ্রুত গামী যাত্রীবাহি নছিমনটি আবু হোসেন কলেজস্থ চৌরাস্থা মোড় ঘোরানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খালিয়া নদীতে আছড়ে পড়ে। এতে সম্পার মাথা ফেটে বাম হাত ভেঙে জখম হয় ও তার সহপাঠি অনান্যার মাথায় ও বাম পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে আহত হয়।

স্থানীয়রা এদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। খবর পেয়ে কলেজ কর্তৃপক্ষ, সহপাঠি ও পরিবারের সদস্যরা হাসপাতালের ছুটে আসেন। এদিকে দুপুরের দিকে উন্নত চিকিৎসার জন্য দুই জনকে খুলনায় পাঠানো হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন