নীলফামারীতে সাত দিনব্যাপী বইমেলা শুরু

  08-12-2017 10:47AM


পিএনএস, নীলফামারী: ‘আলো ছড়াতে আঁধার তাড়াতে বই পড়ি পাঠাগার গড়ি’এই শ্লোগান নিয়ে নীলফামারীতে শুরু হচ্ছে সাতদিন ব্যাপী ‘নীলফামারী বইমেলা’।

শুক্রবার থেকে শুরু হওয়া সাতদিন ব্যাপী বই মেলা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম জানান, ছুটির দিন ব্যাতীত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

জানা গেছে, মেলায় ১০টি সরকারি প্রতিষ্ঠান বাংলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ডিএফপি, জাতীয় গ্রন্থকেন্দ্র, নজরুল ইনস্টিটিউট ছাড়াও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রায় ৫০টিরও বেশি স্টল থাকবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন