পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সম্মেলন অনুষ্ঠিত

  15-12-2017 03:55PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) শেষ বিকেলে খুলনার পাইকগাছায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি আব্দুল মজিদ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, পার্লামেন্ট জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল চন্দ্র ভদ্র। বিশেষ অতিথি ছিলেন, পার্লামেন্ট নিউজ বিডি ডটকম এর সম্পাদক শাকিলা রুমা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি কৌশিক দে বাপী, পরিবেশ সুরক্ষা উন্নয়ন জোট খুলনার এমএম ইকবাল হোসেন বিপ্লব, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাড. বাবুল হাওলাদার। সম্মেলন উদ্বোধন করেন, পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. প্রশান্ত মন্ডল।

অ্যাড. রবিন মন্ডল এর পরিচালনায় সম্মানিত প্রধান অতিথি সাংবাদিক নিখিল ভদ্র বলেছেন, দেশে ইতোমধ্যে পাইকগাছার কৃতি সন্তানরা প্রশাসন, বিচার বিভাগসহ বিভিন্ন স্তরে দক্ষতা ও সততার পরিচয় দিয়ে সুনাম কুড়িয়েছেন। বিজয়ের মাসে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিসংগ্রামে সকল শহীদদের স্মরণ করে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে এ এলাকার মুক্তিযোদ্ধোরা ইতিহাস সৃষ্টি করেছেন।

এলাকার জলবদ্ধতা নিরসনে নদ-নদী খনন, ভাঙন রোধ, বিশ্ব ব্যাংকের অর্থায়নে উপকূলীয় এলকার মানুষের জান-মাল রক্ষার্থে টেকসই বেড়িবাঁধ তৈরীসহ মৌলিক নাগরিক অধিকার বাস্তবায়নে সরকারের পদক্ষেপে সকলকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাড. কিশোর দাশ, অ্যাড. সমরেশ মন্ডল, আকবর আলী, এমএ লতিফ, এসএম আফজাল হোসেন, প্রভাষক মোকাররম-উল-আজাদ, ফারুক হোসেন, মোফিজুল ইসলাম, নুর ইসলাম ও শংকর মন্ডল প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন