ঝিকরগাছায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন

  17-12-2017 12:10PM


পিএনএস, যশোর: যশোরের ঝিকরগাছায় মিলন হোসেন (২৬) নামে এক ছাত্রলীগ নেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে যশোর-বেনাপোল মহাসড়ক আটকে দিয়ে বিক্ষোভ হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কাটাখাল এলাকায় মিলনের বাড়ির পার্শ্ববর্তী পূজা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন উপজেলার কাটাখাল গ্রামের মৃত আলম হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিজয় দিবসের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। বেলা আড়াইটার দিকে কর্মসূচি শেষ করে বাড়ি ফেরার পথে পূজামণ্ডপের কাছে দুর্বৃত্তরা তাকে ছুরি মারে। পরিবারের লোকজন খবর পেয়ে তাকে যশোর জেনারেল হাসপাতালে আনেন। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কল্লোল কুমার সাহা বলেন, পেটসহ শরীরে একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মোহাম্মাদ মাসুদ করিম, ‘পূজামণ্ডপের কাছে ছুরিকাঘাতে আহত মিলন হাসপাতালে মারা গেছে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।

এদিকে, মিলনকে ছুরি মেরে হত্যার প্রতিবাদে বিকেল সাড়ে তিনটার দিকে রাস্তায় নামে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। এ সময় ব্যস্ত সড়কটিতে বহু যানবাহন আটকা পড়ে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন