পিএনএস, বরিশাল: বরিশালে বিকল্প ব্যবস্থা ছাড়া ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদ বন্ধ করাসহ প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স দেয়ার দাবিতে নগরীতে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্যাটারি চালিত রিকশা চালক-মালিক সংগ্রাম কমিটি বরিশাল জেলা শাখা।
রোববার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
শাজাহান মিস্ত্রির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল বাসদ সদস্য সচিব ও ব্যাটারি চলিত রিকশা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটির উপদেষ্টা ডা. মনিষা চক্রবর্তী।
বক্তরা এ সময় বলেন বরিশালে প্রায় ৫ হাজার রিকশা শ্রমিকের প্রায় অর্ধলক্ষাধিক পরিবারে সদস্য রয়েছে যাদের পরিবারে সদস্য এই অর্থের উপর নির্ভরশীল।
তাই অবিলম্বে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স দেয়ার দাবি জানান। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সিটি কর্পোরেশনে গিয়ে সিটি মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করে।
এ সময় আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা ছাত্র ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক নিলিমা জাহান, ইমরান হাবীব রুমন, মহসীন মীর, দুলাল মল্লিক, বাবুল হোসেন ও শহিদুল ইসলাম প্রমুখ।
এর পূর্বে ব্যাটারি চালিত রিকশা শ্রমীক-মালিক সংগ্রাম কমিটির সদস্যরা নগরীতে বিক্ষোভ মিছিল করে।
পিএনএস/আনোয়ার
বরিশালে ব্যাটারি চালিত রিকশা চালকদের বিক্ষোভ
