ডিমলা ঝুনাগাছ চাপানীতে ব্যাপক আনুষ্ঠানিকতায় পালন হল মহান বিজয় দিবস

  17-12-2017 04:19PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : ১৯৭১ সালে ৯মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় আমরা পেয়েছি তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন তা থাকে মাইল ফলক হিসেবে ১৬ কোটি বাঙ্গীর হৃদয়ের মাঝে। সেই সাথে চেতনাকে উজ্জ্ববিত ও সম্বুনিত করার লক্ষ্যে নীলফামারী ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ আয়োজনে পরিষদ মাঠ প্রাঙ্গনে ১৬ ডিসেম্বর সকালে ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হল মহান বিজয় দিবস ও আলোচনা সভা।

সভায় প্রধান ছিলেন নীলফামারী জেলা পরিষদ সদস্য ও প্রথম শ্রেণির ঠিকাদার আলহাজ্ব সেলিম সরকার লেবু, বিশেষ অথিতি ছিলেন আওয়ামী লীগ উপদেষ্টা বাবু যতীন্দ্র নাথ রায়, বীর মুক্তিযোদ্ধা কাজী মুদ্দিন, বিন্যাকুড়ি সপ্রাবি প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সমাজ কল্যাণ উপদেষ্টা হারুন-অর-রশিদ, মোজাফ্ফর হোসেন, সাবেক যুগ্ন আহবায়ক গোলাম রব্বানী বাবু, সোনাখুলী সপ্রাবি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মইদুল ইসলাম, ছাতুনামা সপ্রাবি সহকারী শিক্ষক আব্দুল হানিফ মানিক।

অপরদিকে জাতীয়তাবাদী দল বি.এন.পি ঝুনাগাছ চাপানী ইউনিয়ন সভাপতি সেকেন্দার শাহ, সাংগঠনিক সম্পাদক মশিয়ার রহমান সহ দলের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী গণ উপস্থিত বিজয় দিবস উপলক্ষে বি.এন.পি ইউনিয়ন কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন