কালীগঞ্জে মহান বিজয় দিবস পালিত

  17-12-2017 09:32PM

পিএনএস, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

গত শনিবার সূর্যাস্তের পর কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ৩১বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অপর্ণ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। পরে এক এক করে শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করেছেন উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, পৌর ছাত্রদল, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ, উপজেলা পল্লী চিকিৎসক সমিতিসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান।

পরে পাইলট স্কুল মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিয়ে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। দুপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন উপজেলা প্রশাসন। ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, মুক্তিযুদ্ধ সংগঠক বীর মুক্তিযোদ্ধা কেবিএম মফিজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা কর্নেল(অবঃ) মো. ফেরদৌস খান প্রমুখ। তুমুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর বাক্কু। সন্ধ্যার পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন