ছেড়েছে আটকা পড়া ৪টি লঞ্চ

  13-01-2018 11:24PM

পিএনএস ডেস্ক: পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ডুবোচরে আটকা পড়া ঢাকাগামী ৪টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। নদীতে জোয়ার আসার পর পানি বাড়লে শনিবার রাত সাড়ে ৯টার দিকে লঞ্চগুলো ছেড়ে যায়। এ চারটি লঞ্চে অন্তত ৫ হাজার যাত্রী রয়েছে।

লঞ্চগুলো হচ্ছে- ঢাকাগামী এমভি সুন্দরবন-৯, এমভি সাত্তার খান, এমভি জামাল-৫ ও এমভি জামাল-৬। এর আগে লঞ্চগুলো যাত্রী নিয়ে লোহালিয়ার ডুবোচরে আটকা পড়ে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে লঞ্চগুলো ছেড়েছে বলে নিশ্চিত করেছেন পটুয়াখালীর নৌবন্দরের এক কর্মকর্তা।

আটকা পড়া এমভি সুন্দরবন-৯ লঞ্চের সুপারভাইজার মো. আব্দুর রাজ্জাক বলেন, পটুয়াখালীর লোহালিয়ার ঝিলনা এলাকায় আটকা পড়া চারটি লঞ্চ ছেড়েছে।

এ বিষয়ে পটুয়াখালী নদী বন্দরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, আটকা পড়া লঞ্চগুলো জোয়ার আসার সঙ্গে সঙ্গে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন