শেরপুরে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি পালন

  15-01-2018 05:35PM

পিএনএস, শেরপুর (বগুড়া) সংবাদদাতা : চাকরি জাতীয়করণের দাবিতে বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করেছেন কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)।

রাজশাহী বিভাগীয় সিএইচসিপি এসোসিয়েশনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৫জানুয়ারি) এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাহবুব সোবহানের সভাপতিত্বে উক্ত কর্মসূচি চলাকালে রাজশাহী বিভাগীয় সিএইচসিপির আহবায়ক আফাজ উদ্দিন লিটন, বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হক, শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সিএইচসিপি জাহিদুল ইসলাম হ্যাপি, নুরুল ইসলাম, আবু বকর সিদ্দিক, খুরশিদা জাহান হক, সানমুন নাহার প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে সিএইচসিপিদের চাকরি জাতীয়করণের দাবি জানান। অন্যথায় ঢাকামুখি আন্দোলনের ডাক দেয়া হবে বলে ঘোষণা দেন বক্তারা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন