কাহারোলে চা দোকানগুলো যেন মিনি সিনেমা হল !

  17-01-2018 03:34PM

পিএনএস, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে চা দোকানগুলো মিনি সিনেমা হলে পরিনত হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলা সদর সহ ৬টি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও মোড়গুলোর চায়ের দোকান যেন মিনি সিনেমা হলে পরিনত হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা এসব চায়ের দোকানে বসে বিভিন্ন ধরনের সিনেমা দেখছে।

এ উপজেলার বিভিন্ন হাট-বাজারে, চায়ের দোকানে বেচা-বিক্রি বেশির হওয়ার আশায় অধিকাংশ চায়ের দোকানে রঙ্গিন টেলিভিশন-সিডি সেটের ও ডিস লাইনের মাধ্যমে প্রায় নগ্ন ছবি দেখানো হচ্ছে। এর ফলে বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীরা দোকানে বসে অধিক সময় ধরে টেলিভিশন দেখতে দেখা যাচ্ছে। অনেক শিশু শ্রমিকরাও তাদের কাজের ফাঁকি দিয়ে এসব দোকানে আড্ডা দিতে দেখা যাচ্ছে।

ফলে চায়ের দোকানে সর্বদা ভিড় লেগেই থাকে। অনেক দোকানদার জানান, দোকানে টেলিভিশন চালালে ক্রেতা বেশি আসে। দিনে-রাতে বেচা কেনাও ভালো হয়ে বলে তারা সিডি সেটের মাধ্যমে সিনেমা চালিয়ে থাকে। সচেতন মহল এব্যাপারে ছাত্র ও শিশুদের ভবিষ্যতের দিক বিবেচনা করে চায়ের দোকানে সিডি চালানো বন্ধের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন