বগুড়ার উন্নয়নে সাংবাদিক ও সুধী সমাজের মতবিনিময়

  19-01-2018 10:02PM

পিএনএস, বগুড়া প্রতিনিধি : শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলার উন্নয়ন নিয়ে শীর্ষক মত বিনিময় সভা হয়। মত বিনিময় সভায় বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের সাথে সাংবাদিক ও সূধীজনজনরা অংশ নেন।

মত বিনময় সভায় আওয়ামীলীগ সরকারের উন্নয়ন ও আগামীতে উন্নয়ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। মত বিনিময় সভায় সাংবাদিকদের সাথে আলোচনায় আলহাজ্ব মমতাজ উদ্দিন বলেন, রাজনীতি সাধারণ মানুষের জন্য, যে কেউ সেখানে অংশ নিতে পারে। আওয়ামীলীগ সরকার সুষম উন্নয়নে বিশ্বাস করে। তাই সারাদেশব্যপী ধারাবাহিক ভাবে উন্নয়ন হচ্ছে প্রতিক্ষেত্রে।

ইতিপূর্বে বগুড়াকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ঘোষণার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। দেশের সর্বত্র রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্পটি প্রক্রিয়াধীন। সরকারের ডিজিটাল সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌছে গেছে। বগুড়াকে সারাদেশের মাঝে তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব। বর্তমানে আওয়ামীলীগের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরামে বসার সুযোগ হয়েছে, যার ফলে বগুড়ার উন্নয়ন বিষয়ে সর্বদা চেষ্টা করেছেন।

সাংবাদিকদের উদ্দেশ্য আলহাজ্ব মমতাজ উদ্দিন বলেন, ইতিমধ্যে বগুড়া প্রেসক্লাবের জমি হস্তান্তর হয়েছে। এখন অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। যার চেষ্ঠা সকলে মিলে করলে দ্রুত অবকাঠামোগত উন্নয়ন করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়া’র সম্পাদক মোজাম্মেল হক লালু, সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মির্জা সেলিম রেজা, জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আল রাজী জুয়েল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ সহ বগুড়ার সাংবাদিকবৃন্দ ও সূধীজন উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন