লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

  20-01-2018 04:06PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া, মিলাদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০জানুয়ারী) বেলা ১১টার দিকে পৌর শহরের স্মৃতি একাডেমির বিদ্যালয় প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। স্কুলিটির সভাপতি ও পৌর মেয়র আবু তাহেরের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হোসেন হায়দারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু তাহের, ম্যানেজিং কমিটির সদস্য এ্যাডভোকেট আবুল বাশার, এ্যাডভোকেট নিজাম হোহেসন ভূইয়া, তোফায়েল আহম্মেদ, ফজলুুল কাদের, চৌধুরী, নজরুল ইসলাম ভুলু, মো. আলমগীর হোসেন, ছালেহ বেগম প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা অত্র বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী, মেধা বিকাশে, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগীতা বিজয়ীসহ মোট ৮০জন শিক্ষার্থীর হাতে পুরস্কর তুলে দেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন