চবিতে ছাত্রলীগের ধাওয়া

  21-01-2018 01:05AM

পিএনএস ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের এক পক্ষকে ধাওয়া দিয়েছে অপর পক্ষ। শনিবার রাতের এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আজম নাছির উদ্দিনের অনুসারী সিএক্সটি নাইনের এক কর্মীকে মারধর করে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী সিএফসির কর্মীরা। এর জেরে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানতের হলের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হলের সামনে অবস্থান নিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শাহ আমানত হলে সিট নিয়ে দ্বন্দ্বের কারণে সিএক্সটি নাইনের শাওন নামে এক কর্মীকে দুপুরে মারধর করা হয়। পরে রাতে সিএক্সটি নাইনের ছাত্রলীগ কর্মীরা শাহ আমানত হলের সামনে সিএফসির কর্মীদের ধাওয়া দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সিএক্সটি নাইনের পক্ষে ছাত্রলীগের সাবেক উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, বিনা উসকানিতে দুপুরে আমাদের এক কর্মীকে মারধর করা হয়। তারা এ ঘটনার কোনো মীমাংসা না করে আবার জড়ো হলে আমাদের কর্মীরা তাদের ধাওয়া দেয়। তবে সিএফসি গ্রুপের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল হক রুবেল বলেন, পূর্বপরিকল্পিতভাবে কমিটি গঠনের প্রক্রিয়াকে নস্যাৎ করে তারা আমাদের ছেলেদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। দুপুরের বিষয়টি আমরা মীমাংসা করার কথা বললেও তারা সহযোগিতা করেনি।

এদিকে সার্বিক বিষয়ে সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, দুই পক্ষ মুখোমুখী অবস্থান নিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপক্ষকে হলে ঢুকিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন