সরাইলে দিনে গ্রেফতার রাতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত ২

  21-01-2018 03:18PM

পিএনএস, মোঃরাকিবুর রহমান রকিব (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়র জেলা সরাইলে উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার শাহবাজপুর-দেওড়া আঞ্চলিক সড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামন ফকিরসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, দুটি কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন, হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন গ্রামের আকতার হোসেনর ছেলে বাশার (৩৩) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুতিয়ারা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে এনতা (৩২)।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম ভৃয়া জানান, শনিবার দিনের বেলা দুই ডাকাতকে আটকের পর রাতে তাদের দেয়া তথ্য মতে অস্ত্র উদ্ধার অভিযানে যাওয়ার পথে তাদের সহযোগীরা ছিনিয়ে নিতে পুলিশের উপর গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন