লক্ষ্মীপুরে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের অবস্থান কর্মসূচি

  21-01-2018 07:49PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : চাকুরী স্থায়ীকরণের দাবীতে লক্ষ্মীপুরে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা ২য় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে। আজ রোববার সকাল থেকেই সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে সামনে এই কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তারা অবিলম্বে তাদের চাকুরী স্থায়ী করণের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।

বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন এর জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা শাখার সভাপতি রতন চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক এবি এম শামছুদ্দোহা (সৌরভ), কর্মসূচি সমন্বয়ক জাহাঙ্গীর আলম, মো: শরীফ হোসেন সুমন, তুহিন, মাসুমা আক্তার, শারমিন আক্তার ফয়ছল আহমদ খাঁন প্রমুখ।

পরে বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি পেশ করা হয়।

একই দাবীতে আগামী ২৩ জানুয়ারী জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও পরে স্মারকলিপি পেশ করা হবে। দাবী মানা না হলে ২৭ জানুয়ারী ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করার কথা রয়েছে।

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা ছাড়াও সারাদেশে একই দাবীতে আন্দোলন চলছে বলে জানিয়েছে আয়োজকরা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন