প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষ্যে কয়রায় আ’লীগের প্রস্তুতি সভা

  19-02-2018 07:56PM

পিএনএস, কয়রা প্রতিনিধি : ৩রা মার্চ খুলনায় আওয়ামীলীগের সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ও ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল করার লক্ষ্যে কয়রা উপজেলা আ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় আ’লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজার সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-০৬(কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক।

উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলামের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও উপজেলা কমান্ডার জিএম এ্যাডঃ কেরামত আলী, জেলা আ’লীগ সদস্য রফিকুল ইসলাম সানা, এমপি পুত্র আলহাজ্ব মনিরুল ইসলাম, উপজেলা আ’লীগের (ভারঃ) সাধারণ সম্পাদক ঢালী আমিরুল ইসলাম, সহ-সভাপতি মাষ্টার কফিল উদ্দীন, ফজলুল হক ও বাবু খগেন্দ্রনাথ মন্ডল, প্রচার সম্পাদক এসএম হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক মাষ্টার সুজিত কুমার রায়, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাফরুল ইসলাম পাড়, মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আবদুল্লাহ আল মামুন লাভলু,আমাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমীর আলী গাইন,বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সাত্তার পাড়, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম,উত্তরবেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম সরদার,দক্ষিণবেদকাশি ইউপি চেয়ারম্যান কবি শামসুর রহমান,মহেশ্বরীপুর চেয়ারম্যান বিজয় কুমার সরদার, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক এ্যাডঃ মোশাররফ হোসেন, কৃষকলীগের যুগ্ম- আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী,মহিলা যুবলীগের সাধারন সম্পাদক সুলতানা মিলি,শ্রমিক লীগ সভাপতি আঃ হালিম,প্রজন্মলীগ সাধাঃ সম্পাদক শামীমসহ ইউনিয়ন আ’লীগের সভাপতিবৃন্দ।

সভায় বক্তারা বলেন,শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে দেশ ভাল থাকবে,আমরা ভাল থাকবো।তাই এ সভায় উপস্থিতির মাধ্যমে আবারও প্রমান করতে হবে কয়রার মাটি নৌকার ঘাঁটি। এক্ষেত্রে ঐক্যের কোন বিকল্প নেই। তাই সকলকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ৩রা মার্চ জনসভা সফল করতে হবে। এসময় আ’লীগের ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন