তানোরে শান্তি ও মঙ্গল কামনায় লীলা কীর্তন

  23-02-2018 04:37PM

পিএনএস, তানোর (রাজশাহী) সংবাদদাতা : বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় জেলার তানোর উপজেলায় তিন দিন ব্যাপি লীলা কীর্তন ও যষ্ঠানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কুঞ্জুভঙ্গের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। তিনটি লীলা কীর্তন দলের পরিবেশনায় প্রথম দিন অধিবাস, দ্বিতীয় দিন ঘটস্থাপন এবং তৃতীয় দিন কুঞ্জুভঙ্গ ও মহন্ত বিদায় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে পুরোহিত ছিলেন বাবাঠাকুর শ্রী সন্তোষ অধিকারী।

গোল্লাপাড়া গোসাই সমাধি প্রাঙ্গনে গোবিন্দ মন্দির কমিটির আয়োজনে কুঞ্জুভঙ্গ ও মহন্ত বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বন্দনা রাণী প্রামানিক, লীলা কীর্তন কমিটির সভাপতি অধ্যাপক স্বপন কুমার বিশ্বাস, সহ-সভাপতি অসীম কুমার সরকার, শ্রী সনজিৎ কুমার অধিকারী, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস, কোষাধ্যক্ষ অঞ্জন কুমার মালাকার প্রমুখ। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের শত শত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন