কুমিল্লায় সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা

  24-02-2018 11:43AM


পিএনএস, কুমিল্লা: কুমিল্লা সদর উপজেলায় মোবারক হোসেন (৬০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোবারক একই গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।

ময়নামতি ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান রুবেল হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরে আসার পর মোবারক হোসেন ট্রাভেলস ব্যবসার মাধ্যমে বিদেশে লোক পাঠাতেন। বিভিন্ন কারণে স্থানীয় কিছু লোকের সঙ্গে তার বিরোধ চলছিলো।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা তাকে ঘুম থেকে ডেকে তোলে। এ সময় তিনি দরজা খুলে বারান্দায় আসার সঙ্গে সঙ্গে দুর্বত্তরা মোবারককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা মোবারককে উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

রাতেই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের মোটিভ এখনো জানা যায়নি। তবে ‘ধারণা করা হচ্ছে, ওই সেনা সদস্য দুর্বৃত্তদের চেনে ফেলায় তাকে গুলি করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন