১৭০ ফুট বিদ্যুৎ টাওয়ারের মাথায় যুবকের নাচানাচি!

  24-02-2018 03:25PM

পিএনএস, চট্টগ্রাম :১৭০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারের মাথায় ওঠে চিল্লাচিল্লি, লাফালাফি করেন এক যুবক। এ ঘটনা দেখে লোকজন চিৎকার করে ওই যুবককে নিচে নেমে আসার অনুরোধ জানান।
এ ঘটনা ঘটেছে শুক্রবার বিকেলে চট্টগ্রামের রাউজান উপজেলায়। উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের পল্লিমঙ্গল এলাকায় কৃষিজমিতে থাকা গ্রিড লাইনের টাওয়ারে ওঠেন ২২ বছর বয়সী যুবক।

মৃত্যুঝুঁকি নিয়েও ১৭০ ফুট উঁচু টাওয়ারের মাথায় ওঠে প্রায় ছয় ঘণ্টা অবস্থান করেন তিনি। ১ লাখ ৩২ হাজার ভোল্টের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুৎ সঞ্চালন (জাতীয় গ্রিড) লাইনে ওঠে এমন কাণ্ড করেন তিনি।

যুবকের নাম মোহাম্মদ নাছির। তার বাড়ি কুমিল্লায়। এর আগেও তিনি কয়েকবার টাওয়ারে ওঠে অক্ষত অবস্থায় ফিরে আসেন বলে দাবি করেন নাছির। তবে টাওয়ারে ওঠা যুবককে নামানোর আগেই জ্ঞান হারান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে ওই যুবককে বিদ্যুতের উঁচু টাওয়ারের চূড়ায় ওঠে নাচানাচি করতে দেখা যায়। সবাই তাকে নেমে আসার অনুরোধ করলেও পাত্তা দেননি তিনি। পরে কালুরঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কৌশলে তাকে নামিয়ে আনতে সক্ষম হন।

চট্টগ্রাম কালুরঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা অর্জুন বাড়ৈই বলেন, টাওয়ারের মাথায় যুবক লাফালাফি করছে; এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। খাবারের লোভ দেখিয়ে তাকে নিচে নামিয়ে আনা হয়। নিচে নামিয়ে আনার আগেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তবে এখন শঙ্কামুক্ত তিনি।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন