ফেনীতে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

  25-02-2018 11:56AM


পিএনএস, ফেনী: ফেনীতে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। রোববার ফেনী ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সহিদুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, ছাগলনাইয়ার জয়নগর সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ি চোরাচালানের গোপন সংবাদে শনিবার (২৪ ফেব্রুয়ারি) গভীররাতে অভিযানে যায় বিজিবি। অভিযানে বিষয়টি টের পেয়ে চোরকারবারিরা পালিয়ে যায়। এ সময় আনুমানিক ২২ লাখ ৪৪ হাজার টাকা মূল্য ৫৬১টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়।

বিজিবি বলছে, এছাড়াও শনিবার পরশুরামের কেতরাংগায় ও কৈয়ার থেকে ৭২২টি ভারতীয় শাড়ি করা হয়েছে। এসব শাড়ির আনুমানিক মূল্য ৩০ লাখ বেশি।

কর্নেল সহিদুর আরো বলেন, শাড়িগুলো ফেনী কাস্টমসে জমাদানের কার্যক্রম চলছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন