বেনাপোল দৌলতপুর সীমান্তে পাচারকারীসহ আটক ৩৯

  13-03-2018 07:53PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে ১৪ নারী ও এক পাচারকারীসহ ৩৯ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা ঢাকা, খুলনা, মোরেলগঞ্জ, ফরিদপুর, পিরোজপুর ও যশোর জেলার অধিবাসি।

খুলনা২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তারিকুল হাকিম জানান, চিকিৎসা ভ্রমন ব্যবসা ও চাকুরী এবং কাজের সন্ধানে সীমান্ত পথে ভারতে যায় তারা। মঙ্গলবার সকালে পুটখালি বিওপিধীন দৌলতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে আটক হয় তারা। এদের মধ্যে ১৪ নারী,৭ শিশু, ১৭ পুরুষ রয়েছে।

এসময় পাচারকারী বেনাপোল গাতিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ইস্রাফিলকে আটক করে বিজিবি। তাদের বিরুদ্ধে ১১সি ধারায় মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়। আটককৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন