মাদারীপুরে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

  14-03-2018 04:15PM

পিএনএস ডেস্ক : সরকারি চাকুরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে মাদারীপুরে বুধবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় ৫ দফা দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দেয়া হয়।

শিক্ষার্থীরা মানববন্ধনে বিদ্যমান কোটা পদ্ধতিতে কিছু বিধান পরিবর্তন করে নতুন নিয়ম অর্ন্তভূক্তির দাবী করেন। যেখানে তারা দাবী করেন, কোটা পদ্ধতির ৫৬ শতাংশ থেকে কমিয়ে তা ১০ শতাংশে আসতে হবে। কোটার বিপরীতে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য থাকা পদসমূহে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। কোটার কোন বিশেষ নিয়োগ পরীক্ষা নয়, সরকারি চাকুরির ক্ষেত্রে সবার জন্যে অভিন্ন সময়সীমা ও চাকুরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিক বার ব্যবহার করা যাবে না।

এসময় সাধারণ শিক্ষার্থী ও চাকুরি প্রতাশীরা মানববন্ধনে অংশ নেয়। পরে মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের ৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন