কাহারোলে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

  17-03-2018 06:35PM

পিএনএস, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : ১৭ মার্চ শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮ তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত। কর্মসূচির মধ্যে ছিল র্যাদলী, আলোচনা সভা, শিশু মেলা, জাতির পিতা বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা।

সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করে শ্রদ্ধা জানান, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ, উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ প্রমুখ।

পুস্প স্তবক অর্পন শেষে প্রধান অতিথি দিনাজপুর-১ জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যা লী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলে গিয়ে শেষ হয়। র্যাযলীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। র্যাালী শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় জন্ম গ্রহণ করেন।

বাঙ্গালির মুক্তির সংগ্রামের অবিসংবাদিত এই নেতা। তাঁর সাহসী ও আপোষহীন নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল মুক্তিকামী বীর বাঙ্গালি। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শামীম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার রাজিব কুমার বাগচি, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ১৭ মার্চ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন