ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

  17-03-2018 09:19PM

পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, শিশু সমাবেশ, র্যা লি, কেক কাটা, আলোচনা সভা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতাসহ বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে ডিসি অফিসের সামনে শিশু সমাবেশের পর শহরে বর্ণাঢ্য র্যা লি বের হয়। প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর তা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পার্ঘ অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির প্রমুখ বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠির বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায় এবং স্কুল, কলেজ, মাদ্রাসাসমূহেও নানা আয়োজনে বঙ্গবন্ধু মুজিবের জন্মবার্ষিকী পালিত হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন