সিলেটে ছাত্রলীগ কর্মীর কব্জি কর্তনের মামলায় প্রধান আসামী গ্রেপ্তার

  18-03-2018 10:00AM


পিএনএস, সিলেট: বহুল আলোতি ছাত্রলীগ নেতার কব্জি কর্তনের ঘটনায় মূলহোতা মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত ১৩ মার্চ রাতে নগরীর তেররতনে প্রতিপক্ষের হামলায় সাবেক কাউন্সিলর সালেহ আহমদ সেলিমের অনুসারী ছাত্রলীগ কর্মী মিন্নতের কব্জি কর্তনের ঘটনায় মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃত মামুন (২৫) তেররতন সৈয়দানীবাগ এলাকার আবুল খায়েরের ছেলে। তার বিরুদ্ধে নগর পুলিশের শাহপরাণ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার অন্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গুরুতর আহত মিন্নত বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।

গত ১৩ মার্চ রাতে তেররতন বাজার এলাকায় মিন্নতকে এলোপাতাড়ি কোপায় আসামীরা। এসময় তারা তার হাতের কব্জি কেটে নেয়। এ ঘটনায় আহত মিন্নত বাদী হয়ে ১৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন