‘চক্রান্ত রুখে দিতে রাজপথে যুবলীগ প্রস্তুত’

  19-03-2018 05:41PM

পিএনএস, বগুড়া প্রতিনিধি : সমৃদ্ধ দেশ গঠনে যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন, বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই যুবলীগ জনগনের অধিকার আদায়ের সংগ্রাম করছে। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে যুবলীগের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের কাজ করছে যুবলীগ। দেশবিরোধী যে কোন চক্রান্ত রুখে দিতে রাজপথে যুবলীগ সবর্দা প্রস্তুত রয়েছে। বর্তমান সরকারের আমলে দেশের যুবসমাজ জঙ্গি, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে কাজ করছে বলেও মন্তব্য করেন।

বগুড়া শহরের মালতীনগর পূজা মন্দির মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে ১১নং ওয়ার্ড যুবলীগ কতৃক আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড যুবলীগের সভাপতি আখতার উল আলম শাহিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বগুড়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার, মুক্তিযোদ্ধা সংসদ সোনালী ব্যাংক কমান্ড বগুড়া অঞ্চলের কমান্ডার মুক্তিযোদ্ধা ছামছুল আলম।

এসময় যুবলীগ নেতা উদয় কুমার বর্মন, আনোয়ার হোসেন মুকুল, সাজেদুর রহমান সিজু, এজাজুল হক ডনেল, মকিবুল ইসলাম বুলু, বাপ্পী কুমার চৌধুরী, আহমেদুর রহমান ডালিম, আবু সাইদ লেলিন, হাবিল আকন্দ, সাব্বির আহমেদ স্মরণ, এমআর কিবরিয়া সোহাগ, রাকিব হাসান শাওন, সজন দাদা, সুমিত, আলী হোসেন বাবু, মনির হোসেন মিলন, রাহি, সৈকত, শিপলু, সাব্বির আরাফাত, হৃদয়, নিরব, সিয়াম, মমিনুল, বেরিন, সোহন প্রমুখ।

উল্লেখ্য, দিনব্যাপি বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ডের প্রায় তিন শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস নির্ণয়, প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন