কমলনগরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা

  19-03-2018 09:46PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার কমলনগরে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ (৫ম) পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে। সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠিত দিনব্যাপি এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল-মামুন,লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারি অধ্যাপক মাহাবুব এলাহী সানী ।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াছিন আলী, হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, হাজিরহাট হামেদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন ফারুকী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মোজাম্মেল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মীর মো. আমিনুল ইসলাম মঞ্জু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এফএম আবদুল ওয়াজেদ তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিএম এহছানুল হক চৌধুরী, হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের প্রভাষক পপি রানী সরকার, সাংবাদিক বেলাল হোসেন জুয়েল, ইউছুফ আলী মিঠু ও ওয়াজিউল্যাহ জুয়েল প্রমুখ।

কর্মশালায় যৌতুক, বাল্যবিবাহ, অটিজম, শিশু-নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকসহ নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা অংশ নেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন