রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নিহত ২

  21-03-2018 11:40PM

পিএনএস, রাজশাহী : রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর থানা এলাকায় ভিক্ষুককে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় ভিক্ষুকসহ এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল পৌনে চারটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বেলপুকুর রেলগেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বেলপুকুর ইউনিয়নের জামিরা গ্রামের কোরবান মণ্ডল (৭৫) ও চারঘাট উপজেলার তাতালপুর গ্রামের ভিক্ষুক শামসুল আলম (৬০)।

বেলপুকুর থানার ওসি কবিরুল ইসলাম বলেন, বুধবার বিকেলে সামসুল আলম বেলপুকুর রেলগেট এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া নীলফামারীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল। ট্রেনটি যেতে দেখেও ভিক্ষুক শামসুল আলম রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন কিন্তু তিনি যে গতিতে পার হচ্ছিলেন তাতে মারা যাবেন বলে কোরবান আলী মণ্ডল তাঁকে উদ্ধার করতে যান। তবে দ্রুগতির ট্রেনটি দুজনকেই ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

এদিকে স্থানীয় জনতা ওই ঘটনার পরে ক্ষুদ্ধ হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। এ সময় প্রায় আধা ঘণ্টা ওই স্থান দিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন