শার্শায় নির্বাচনী পথসভায় বোমা হামলা, আহত ৭

  22-03-2018 07:59PM


পিএনএস, বেনাপোল প্রতিনিধি:-যশোরের শার্শার লক্ষনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে বোমা হামলা ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সরকার দলীয় প্রার্থীর কর্মী মারাত্বক আহত হয়েছেন। এদের মধ্যে ৪জনের অবস্থা আশংকাজনক।

পুলিশ ও স্থানীয় তোফাজ্ল হোসেন প্রবল জানায়, বোমা হামলা লক্ষনপুর-দূর্গাপুর ও বহিলাপোতা গ্রামে নির্বাচনী পথসভা শেষে বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বাসাই ফিরছিলেন আওয়ামীলীগের প্রার্থী(নৌকা প্রতিক) আনোয়ারা খাতুনের দলীয় সমর্থক ও নেতা কর্মিরা। এসময় একদল দুর্বৃত্ত তাদের মটর বহরে বোমা হামলা চালায়।

এসময় কুপিয়েও পিটিয়ে আহত করে আনোয়ারা খাতুনের সমর্থক-শামিম, রিপন, শিপন, হাফিজুর, মনা, আলামিন.মিশনসহ ৭জনকে। বোমায় ও তাদের হামলায় আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে নাভারন হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে মনা রিপন শিপন ও মিশনের অবস্থা আশাংকাজনক হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

এ ব্যাপারে শার্শা থানার ওসি মসিউর রহমান জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

নাভারন হাসপাতালের চিকিৎসক জানান,বর্তমানে হাসপাতালে থাকা তিন জনের অবস্থা ভালোর দিকে। তারা অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।

এ ঘটনায় থমথমে বিরাজ করছে পুরো এলাকায়।

উল্লেখ্য ২৯ মার্চ লক্ষনপুর ইউপির উপ নির্বাচন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন