‘এখানে আওয়ামী লীগের সুপারিশে কাজ হয় না’

  23-03-2018 02:36AM

পিএনএস ডেস্ক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের রংপুর আঞ্চলিক কার্যালয়ের এক নোটিশ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। ফেসবুকে ভাইরাল হয়ে গেছে সেই নোটিশের ছবি। অভিনব ওই নোটিশ নিয়ে এখন শিক্ষা বিভাগের সর্বত্রই চলছে আলোচনা।

নোটিশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোস্তাক হাবিবের বরাত দিয়ে বলা হয়েছে, ‘এখানে আওয়ামী লীগের সুপারিশে কাজ হয় না’। ওই নোটিশের বিষয়ে মোস্তাক হাবিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

তবে আঞ্চলিক কার্যালয়ের অফিস সহকারী আতাউর রহমান জানিয়েছেন, ওই নোটিশ তারা লাগাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক কার্যালয়ের এক কর্মকর্তা জানান, ‘শিক্ষা বিভাগের রংপুর আঞ্চলিক অফিসে একসময় ভয়ঙ্কর দুর্নীতি হলেও উপ পরিচালক মোস্তাক হাবিবের যোগদানে কড়াকড়ি শুরু হয়। বিপদে পড়েন তদবির করতে আসা লোকজন।’

ওই কর্মকর্তা আরও জানান, ‘সম্প্রতি স্থানীয় ছাত্রলীগের কয়েকজন নেতা একটি অবৈধ কাজ করাতে এলে তিনি নাকচ করে দেন। এতে ক্ষিপ্ত হয় তারা। এ সময় উপ পরিচালক মোস্তাক হাবিবকে গালিগালাজও করা হয়। পরে ওই ছাত্রলীগ নেতারাই এই নোটিশটি লাগান। নিজেরাই ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেন। পরে এটি ভাইরাল হয়ে যায়।’

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন