মায়ের কোলেই জীবনের মূল শিক্ষা : শিল্পমন্ত্রী

  23-03-2018 05:12PM

পিএনএস, ঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, এদেশের মোট জনসংখ্যার অর্ধেক কিংবা তারও কিছু অংশ বেশি হলেন নারী। তাদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। অপরদিকে একটি শিশু জন্মের পর থেকে মাতৃ কোলে যে শিক্ষা লাভ করবে তাই হবে জীবনের মূল শিক্ষা। নারী যদি শিক্ষিত হয়, মা যদি শিক্ষিত হয় শিশুটি শিক্ষার আলো পাবে, নৈতিকতার আলো পাবে, সামাজিকতা শিখবে। তাই নারী সমাজকে সুশিক্ষিত করে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশকিছু কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়ন করে চলছেন।

গ্রামে গ্রামে উপবৃত্তি, প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ, মাধ্যমিক থেকে উচ্চতর শিক্ষায়ও উপবৃত্তি দেয়ারমত বিভিন্ন কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে দেশকে এগিয়ে নেয়ার মূল লক্ষ্য বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী।

শুক্রবার সকালে ঝালকাঠি হরচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। স্কুলের প্রধান শিক্ষক বিশ্বনাথ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান বিশেষ অতিথি ছিলেন।


পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন