পাথরঘাটায় ভেকুতে পিষ্ট হয়ে ১৩ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

  15-04-2018 02:09PM


পিএনএস, বরগুনা: বরগুনার পাথরঘাটায় ভেকুর নিচে পিষ্ট হয়ে আব্দুল্লাহ নামে ১৩ মাসের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পাথরঘাটা থানা পুলিশ শিশুর লাশ উদ্ধার করে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কুপধন গ্রামে এ ঘটনা ঘটে।

কালমেঘা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মো: মোস্তফা জানান, কালমেঘায় তমা কনস্ট্রাকশন দীর্ঘদিন ধরে বেড়িবাঁধের কাজ করছে। ওই বাঁধের কাজে ভেকু মেশিন ওয়াপদা দিয়ে যাওয়ার পথে পাশেই বসতঘর থেকে ১৩ মাসের শিশুটি হামাগুরি দিয়ে ওয়াপদায় ওঠার সময় বেকু মেশিনের নিচে পিষ্ট হয়ে মাথা থেতলে গিয়ে তাৎক্ষণিক মর্মান্তিক মৃত্যু হয়। পরে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি থানায় নিয়ে আসে।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো: খবীর আহম্মেদ বলেন, লাশটি বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গত বছরের ২২ ডিসেম্বর ভেকুর রশিতে বেঁধে পা হারায় এক বালু শ্রমিক। একদিন পর তার পা নদীতে ভেসে ওঠে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন