মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধীসহ আহত ৪

  16-04-2018 05:03PM

পিএনএস, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধীসহ চারজন আহত হয়েছে। গত শনিবার দুপুরে প্রতিবন্ধী শেফালি (৫৫), রুপালী (৩০), নিয়তী (৫৪) ও রুপালী (৩২)-কে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনাটি ঘটেছে উপজেলার সভাপুর ইউনিয়নের তাতারপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে আহত রুপালী নিজ বাড়ির পাশে গরু বাঁধতে গেলে, গরু বাঁধাকে কেন্দ্র করে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায় উপজেলার সুলতানপুর গ্রামের মিগেন (৫৫) ও তার চার ছেলে শ্যামল (৩৫), অমিও (২৯), নির্মল (৩১) এবং নিরেন (৩২) পূর্ব শত্রুতার জের মেটাতে পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালিয়ে ওই চার জন মহিলাকে জখম করে এবং এলোপাতাড়ি মারধর করে বিবস্ত্র করে ফেলে। এ ঘটনায় আহত পরিবারের এক সদস্য বাদি হয়ে মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন