ডিমলা শুটিবাড়ী হাট-বাজার উন্মুক্ত ডাক

  17-04-2018 07:19PM

পিএনএস, ডিমলা নীলফামারী প্রতিনিধি : নীলফামারী ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী শুটিবাড়ী হাট বাজার ১০লক্ষ টাকায় উন্মুক্ত ডাকে ইজারাদার পেলেন সাবেক ইজারাদার গয়াবাড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি ও গয়া খড়িবাড়ী মহিলা মহাবিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব রাসেল সরকার।

১৭ এপ্রিল দুপরে গয়াবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান শরিফ ইবনে ফায়সাল মুনÑএর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা:নাজমুন নাহারÑএর উপস্থিতে উন্মুক্ত ডাক অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা যায়, পর পর তিন বার হাট-বাজার ইজারাদারের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে তাতে কোন সিডিউল ড্রোপ না হওয়ায় এ ডাকের আয়োজন করা হয়।উক্ত ডাকে ৫২টি হাটের মধ্যে ২টি হাট বাদ দিয়ে ৫০টি হাট-বাজার ১০লক্ষ টাকা ডাক হয়। ডাকে ৮ জন অশংগ্রহনকারীর মধ্যে সর্বোচ্চ ডাক আলহাজ্ব রাসেল সরকারের পক্ষে গেলে তিনি নগদ অর্থ ১০ লক্ষ টাকা বুঝিয়ে দেন। ফলে তাকে ৬ মাসের জন্য উক্ত হাট-বাজার বুঝিয়ে দেয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, গয়াবাড়ী স্কুল এ্যান্ড অধ্যক্ষ ফরহাদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল বারী, সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, উপজেলা ছাএলীগ সভাপতি আবু সায়েম সরকার, ভূমি অফিস সার্ভেয়ার রাব্বীল আলামীন, নাজির আঃ মান্নান, ইউপি সদস্য আমজাদ হোসেন সরকার, ভূমি সহকারি কর্মকর্তা আবুল হোসেন, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, মণি ভূষণ অধিকারী, মঞ্জুরুল হক খান প্রমূখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন