বেনাপোলে ৯টি স্বর্নের বার জব্দ

  17-04-2018 07:55PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : বেনাপোল পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৯টি স্বর্নের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি। বিজিবির উপস্থিতি টের পেয়ে সোনার চালান ফেলে পাচারকারী পালিয়ে যায়।

খুলনা ২১বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল তারিকুল হাকিম জানান,মঙ্গলবার দুপুরে একটি স্বর্নের চালান ভারতে পাচার হয়ে যাচ্ছে জান যায়। পুটখালির খুলসি সীমান্তের বটতলা এলাকায় অভিযান চালায় টহল দল। এসময় চোরাচালানীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে সোনার চালান ফেলে পালিয়ে যায়। পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ১ কেজি ওজনের ৯টি সোনার বার। যার দাম ৪২ লাখ টাকা। আটক সোনা বেনাপোল শুল্ক ষ্টেশনে জমা দেওয়া হয়েছে ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন