তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে সাংবাদ সম্মেলন

  17-04-2018 09:42PM

পিএনএস, পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৩য় ইউনিটে উন্নয়ন কর্মীদের উৎপাদন কর্মী হিসেবে নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন করেছে আন্দোলন পরিচালনা কমিটি, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৩য় ইউনিট।

মঙ্গলবার সকাল ১১টায় কয়লাখনি গেট এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র (২৭৫ মেগাওয়াট) হারবিন ইন্টারন্যাশনাল কোম্পানীর অধীনে উৎপাদনকর্মী হিসেবে পূর্বে কর্মরত শ্রমিকদের নিয়োগের দাবীতে সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাইদ।

এসময় তারা বলেন, আগামী ১৯তারিখের মধ্যে আমাদের ৩য় ইউনিটের শ্রমিকদের উৎপাদন কর্মী হিসেবে নিয়োগ প্রদানের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হলে ৩য় ইউনিটের বাঙ্গালী শ্রমিকরা ২১এপ্রিল সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করবে আল্টিমেটাম দেন। এসময় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন