ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর মাদক ব্যবসায়ীদের হামলায় ১২ জন কৃষক আহত

  20-04-2018 10:44PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া থেকে মোঃ রাকিবুর রহমান রকিব : ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলা আজ সকাল ৮ ঘটিকায় সুলতানপুর গ্রামে মাদক ব্যবসার বিরোধিতা করায় কৃষিকাজরত কৃষকদের উপর হামলা করেন স্থানীয় কিছু মাদক ব্যবসায়ী । এই হামলায় আহত ১২ জনের । এর মধ্যে ৮ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের কর্তব্যরত জরুরী বিভাগের ডাঃ আশরাফুল হক সদর হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি দেন এবং ৪ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠান।

আহতরা হলেন- ইসমাইল(৩২), নাসির মিয়া(৩৮), রাব্বি(১৪), সাদির মিয়া(৬০) এবং সদরে ভর্তি আছেন-লুৎফা(২৭), শেখ সাদী(৩৮), আনিস মিয়া(৩৫),মানিক(২৮), রুমা(২৮), আলম মিয়া(৩৪), বিষু বেগম(৪২), সাচ্চু মিয়া(৪০)।

আহত আনিস মিয়া(৩৫) সাংবাদিকদের বলেন- আমরা যখন আজ সকাল কৃষিকাজে জমিতে যায়, তখন দেখি কিছু মাদক ব্যবসায়ী সরাসরি মাদকদ্রব্য কিনাবেচা করতেছে এই সময় আমরা ১৫-২০ জন তাদেরকে বাধা দিতে গেলে তারা প্রায় অজ্ঞাত ৫০-৬০ জন আমাদের উপর হামলা করেন ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন