নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

  21-04-2018 02:03PM


পিএনএস, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে খায়ের মৃধা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার সকালে উপজেলার পারমল্লীকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মৃধা গ্রুপের হিমু মেম্বার এবং ঠাকুর গ্রুপের দুলাল ঠাকুরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। এর জের ধরে আজ সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কমপক্ষে ১১ জন আহত হয়।

আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে খায়ের মৃধাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের খবরে এলাকা ফের উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় আবারও সংঘর্ষে আশংকা দেখা দিলে শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান পুলিশ সুপার।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন