সাভারে স্কুলশিক্ষিকার একসঙ্গে তিন সন্তানের জন্মদান!

  22-04-2018 02:45PM


পিএনএস, সাভার: সাভারে শারিমন আক্তার নামে এক স্কুলশিক্ষিকা একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। শনিবার রাতে সাভারের পার্বতীনগর এলাকায় এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ওই নারী তিনটি সন্তান জন্ম দেন।

সন্তানদের মধ্যে দুটি মেয়ে ও একটি ছেলে।

প্রসূতি শারিমন আক্তার শিলা আশুলিয়ার দোসাইদ একে স্কুল অ্যান্ড কলেজে ইংরেজি বিভাগের শিক্ষিকা। তিনি স্বামীর সঙ্গে একই এলাকায় বদরুলের বাসায় ভাড়া থাকেন। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার গাড়াকান্দি গ্রামে।

শিক্ষিকার পরিবারের সদস্যরা জানান, শনিবার হঠাৎ করে শারিমনের প্রসব ব্যথা উঠলে তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নাসিমা বেগম তার সিজার করেন। এ সময় শারমিন তিনটি ফুটফুটে সন্তানের জন্ম দেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচার্যা ইউনিটের চিকিৎসক এসএসও মো. আরিফ জানান, নবজাতকদের মধ্যে একটি সুস্থ। ওপর দুটির ওজন কম ও একটু অসুস্থ।

একসঙ্গে তিন সন্তান জন্ম দেয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন স্বামী মিজানুর রহমান রোস্তম।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন