ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

  22-04-2018 03:11PM

পিএনএস ডেস্ক : ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

নিহতরা হলেন- আব্দুল কাদের উপজেলার জামিরদিয়া এলাকার বাসিন্দা। তিনি হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন ও তার ছেলে জুয়েল এবং প্রাইভেটকারচালক জীবন।

আজ রবিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা নিসিন্ধা বিএসবি মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে ময়মনসিংহগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার একই দিক থেকে আসা অপর একটি কাভার্টভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্টভ্যানটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল কাদের মাস্টার ও ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়ার পথে তার ছেলে জুয়েল নিহত হন।

এ সময় তার দুই ছেলে বিল্পব, বাছির ও প্রাইভেটকারচালক জীবন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেটকারটি কেটে নিহতের লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

হতাহতরা একটি মামলার হাজিরা দেয়ার জন্য ময়মনসিংহ যাচ্ছিলেন বলে জানা গেছে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন